খাগড়াছড়ির পানছড়িতে ছড়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ৪নং লতিবান ইউপির কারিগড় পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে খুমবারটি ত্রিপুরা (৮) ও আব্রাহাম ত্রিপুরা (৫) আপন ভাইবোন। তারা কারিগড় পাড়ার সুমন ত্রিপুরার সন্তান। নিহত অপর শিশুর নাম প্রাণটি ত্রিপুরা (৭), সে প্রতিবেশী তাপস কান্তি ত্রিপুরার সন্তান।
এলাকার ইউপি সদস্য কিরণ লাল ত্রিপুরা জানান, তিন শিশু মিলে বাড়ির পাশে বাঁধ দেওয়া ছড়ায় সবার অজান্তে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পর ছড়ার পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. শ্যামল চাকমা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।