spot_img

ক্যান্ডিতে বাংলাদেশের হতাশার দিন

অবশ্যই পরুন

ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টের পিচ প্রথম কয়েকদিন ব্যাটসম্যানদের সহায় হবে, আর শেষ তিন দিন স্পিনারদের দাপট থাকবে। ম্যাচ শুরুর আগে পিচ সম্পর্কে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নের এই ধারণা মিলে যাচ্ছে। প্রথম দিন দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে আধিপত্য শ্রীলঙ্কার। সারা দিনে ১ উইকেট পেয়েছেন বোলাররা।

পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়ে লাহিরু থিরিমান্নের সঙ্গে ২০৯ রানের জুটি গড়ার পথে করুণারত্নে ১২তম সেঞ্চুরি হাঁকান। তৃতীয় সেশনের শুরুর দিকে এই জুটি ভাঙে অভিষিক্ত শরিফুল ইসলামের বলে। ১৯০ বলে ১১৮ রানে লিটন দাশের ক্যাচ হন করুণারত্নে। বাকি সময়ে থিরিমান্নের সঙ্গে ক্রিজে ছিলেন ওশাডা ফার্নান্ডো। শেষ সেশনে ৩২ ওভারে ১ উইকেটে লঙ্কানরা করে ১০৩ রান।

এরই মধ্যে ২১২ বলে ক্যারিয়ারের তৃতীয় ও বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি হাঁকান থিরিমান্নে। ওশাডা হাফ সেঞ্চুরির পথে ছুটছেন। ৮১ রানে তাদের জুটি ভাঙতে পারতো। দিনের শেষ ওভারে থিরিমান্নেকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন শরিফুল, আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দেন। লঙ্কান ওপেনার রিভিউ নিলে দেখা গেছে বল স্টাম্প মিস করেছে। ১৩০ রানে জীবন পান থিরিমান্নে। তাদের অবিচ্ছিন্ন জুটি ৮২ রানের। প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কা ১ উইকেটে করেছে ২৯১ রান। থিরিমান্নে ১৩১ ও ওশাডা ৪০ রানে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর: প্রথম দিন শেষে, শ্রীলঙ্কা ৯০ ওভারে ২৯১/১ (থিরিমান্নে ১৩১*, ওশাডা ৪০*)

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ