spot_img

বলিউডে পা রাখতে স্টারদের সঙ্গে আলিয়ার তুলনা!

অবশ্যই পরুন

 করোনা মহামারির আগে বলিউডে পা রাখেন পূজা বেদী কন্যা আলিয়া এফ। একবছর আগে ‘জাওয়ানি জানেমান’ দিয়ে বলিউডে অভিষেক তার। সেই সিনোয় সাইফ আলি খান এবং টাব্বুর অন্তঃসত্ত্বা মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি।

বলিউডে একমাত্র সিনেমা করেই আলিয়ার সঙ্গে বলিউড স্টার সারা আলি খান এবং অনন্যা পাণ্ডের তুলনা শুরু হয়। যদিও বিষয়টিকে তিনি ইতিবাচক হিসেবে নেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, তিনি এই তুলনার বিষয়টিকে দারুণ উপভোগ করেন। তিনি বলেন, ‘আমার মনে হয় বিষয়টা দারুণ। ওরা দারুণ, সুন্দর, প্রতিভাবান, সফল মেয়ে। এবং তারা সবাই একে অপরের থেকে আলাদা। তাদের আলাদা একটা প্রতিভা রয়েছে, যার জন্য তারা সফল। ক্যারিয়ারে অনেকগুলো সিনেমা করে তারা সফলতাও পেয়েছেন। এই তুলনাটাকে ইতিবাচক হিসেবে নিই আমি। সব কিছুতেই আমি ইতিবাচক মনোভাব রাখি। আমার মনে হয় সেটা জরুরি’।

পূজা বেদী কন্যা আলিয়া এফ। বড় হয়েছেন সিঙ্গেল মাদারের কাছে। অভিনেত্রী আরও বলেন, তার বাবা-মা হামেশা থেকে তাকে আর্থিক দিক থেকে স্বচ্ছল হওয়ার পরামর্শ দেন।

গত ডিসেম্বরে আরেক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, ‘সিঙ্গেল বাবা-মায়ের কাছে মানুষ হওয়া মানে আলাদা ধরণের স্বাধীনতা পাই আমরা।

তারা যেই স্বাধীনতাটা উপভোগ করে নিজের সন্তানকেও সেভাবেই মানুষ করে। আমার বাবা-মা দুজনেই প্রায়ই বলে থাকেন, আমাকে আর্থিক দিক থেকে স্বাধীন হতে হবে।

আলিয়ার কথায়, তার বাবা-মা বলেছেন তিনি ৩০ বছর বয়সের আগে বিয়ে করলে সেটা বোকামো হবে। ‘নিজের ভবিষ্যতে নজর দাও, নিজের কাজে মন দাও, নিজেকে প্রতিষ্ঠিত করো। সেটাই আমাকে সব সময় বলে এসেছে’।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ