spot_img

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অবশ্যই পরুন

ক্যান্ডির প্রথম টেস্টের পিচ পেয়েছে ডিমেরিট পয়েন্ট। তবে দ্বিতীয় ম্যাচে থাকবে ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য। সিরিজ জয়-পরাজয়ে শেষ করতে চায় দুই দলই। এমন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।

লাহিরু কুমারা ও দিলশান মাদুশানকা চোট নিয়ে ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কা স্কোয়াডে যুক্ত করে লাকশান সান্দাকান ও চামিকা করুণারত্নেকে। তবে তাদের মধ্যে কেউ একাদশে নেই। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বসিয়ে বাড়তি একজন স্পিনার খেলাচ্ছে স্বাগতিকরা। ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমার অভিষেক হচ্ছে।

এই ম্যাচে বাংলাদেশ দল একটি পরিবর্তন এনেছে। পেসার ইবাদত হোসেনকে সরিয়ে অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের। ১৯ বছর বয়সী এই বাঁহাতি ফাস্ট বোলারের আন্তর্জাতিক অভিষেক হয় গত মার্চের শেষ দিকে, নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাশ (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান ডিকবেলা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, প্রবীণ জয়াবিক্রমা।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ