spot_img

ভ্যাকসিন বণ্টনে সমতা চায় চীনসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশ

অবশ্যই পরুন

করোনাভাইরাসের ভ্যাকসিন বণ্টনে সমতা ও ন্যায্যতার দাবি জানিয়েছে চীন এবং দক্ষিণ এশিয়ার পাঁচ দেশ। চীন এবং দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের গতকালের ভার্চুয়াল বৈঠক নিয়ে আজ একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে তারা ভ্যাকসিন জাতীয়তাবাদ ও করোনাভাইরাসের উৎস নিয়ে রাজনীতির বিরোধিতা করেছেন। ভ্যাকসিন বণ্টনে সমতা ও ন্যায্যতারও দাবি জানিয়েছেন তারা।

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এখন সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তা হলো ভ্যাকসিন ও অর্থনৈতিক পুনরুদ্ধার। এই লক্ষ্যে চীনের নেতৃত্বে ‘চায়না-সাউথ এশিয়া প্ল্যাটফর্ম ফর কোভিড-১৯ কনসালটেশন, কোঅপারেশন অ্যান্ড পোস্ট প্যান্ডেমিক ইকোনোমিক রিকভারি’ শীর্ষক একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল এই প্ল্যাটফর্মের প্রথম বৈঠক করেন।

যৌথ বিবৃতিতে আজ বলা হয়, কোভিড-১৯ মোকাবিলায় অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার ভ্যাকসিন বিতরণে সমতা ও ন্যায্যতার নীতি অনুযায়ী হওয়া উচিত বলে পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন।

চীন তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে প্ল্যাটফর্মে যুক্ত দেশগুলোকে মেডিকেল ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। করোনার জরুরি চিকিৎসা সুবিধা, দারিদ্র্য বিমোচন ও ই-বাণিজ্য প্রতিষ্ঠারও প্রস্তাব দিয়েছে দেশটি। বাংলাদেশ মেডিকেল-গ্রেড অক্সিজেন এবং ভ্যাকসিন সরবরাহের ওপর জোর দিয়েছে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ