spot_img

পাল্লেকেলে পেল ডিমেরিট পয়েন্ট, উইকেট নিম্নমানের

অবশ্যই পরুন

এমনটি হবে, তা জানাই ছিল। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্টের উইকেট গড় মানের নিচে বলে চিহ্নিত করেছে আইসিসি। এই উইকেট পেয়েছে একটি ডেমিরেটি পয়েন্ট।

প্রথম টেস্টে দুই দল ছিল রান উৎসবে ব্যস্ত। বোলারদের নাভিশ্বাস উঠেছে। দুই দল মিলে রান করেছিল ১২৮৯। কিন্তু পাঁচ দিনে উইকেট পড়েছিল ১৭টি। ম্যাচ ড্র হওয়ার পর উইকেট নিয়ে শুরু হয় সমালোচনা। আইসিসিও নজড় দেয় এই উইকেটের দিকে। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি শ্রীলঙ্কান মাদুগালে এই উইকেটকে ‘নিম্নমানের’ আখ্যায়িত করেন।

ম্যাচ রেফারির পর্যবেক্ষণে এই উইকেট ছিল একপাক্ষিক, ভারসাম্যহীন, ‘পিচের চরিত্র পাঁচ দিনেও বদলায়নি। এখানে বোলার ও ব্যাটসম্যানদের জন্য ভারসাম্য ছিল না। পুরোটা সময় এর আচরণ ছিল ব্যাটসম্যানদের পক্ষে।

আইসিসির নিয়ম অনুযায়ী তাই এই উইকেটকে গড় মানের নিচের বলে আখ্যা দেয়া হচ্ছে।’

আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ভেন্যু পাঁচ বছরের মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে সেই ভেন্যু এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ