spot_img

টিকা গ্রহণকারীদের ৯৮ শতাংশের দেহেই অ্যান্টিবডি: গবেষণা

অবশ্যই পরুন

করোনার টিকা যারা নিয়েছেন তাদের মধ্যে ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি পাওয়া গেছে। তরুণ ও করোনা আক্রান্তদের মধ্যে এর পরিমাণ বেশি। এ রকম ৫০০ জনের ওপর জরিপে দেখা গেছে করোনা আক্রান্ত হয়েছে মাত্র সাতজন। তাদের জটিলতাও কম হয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসকের গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে।

করোনা ভাইরাস প্রতিরোধে দেশে টিকা নিয়েছেন ৫৮ লাখেরও বেশি মানুষ। কিন্তু এ টিকা কতটা সুরক্ষা দিতে পারে সেটা জানতে গবেষণা করেন ডা. আশরাফুল হক।

৩৬০ পুরুষ ও ১৪০ নারীর ওপর গবেষণা চালিয়েছেন তিনি। যাদের ৬০ শতাংশের বছর ১৮ থেকে ৪০ বছর। আর ৪১ থেকে ষাটের ঊর্ধ্বে ৪০ শতাংশের। গবেষণায়, প্রথম ডোজ টিকা নেয়ার ২৮ দিন পর বয়স্কদের চেয়ে তরুণদের দেহে বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্ল্যাষ্টিক ইনস্টিটিউটের গবেষক ও সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক জানান, যারা অপেক্ষাকৃত তরুণ তাদের দেহে বেশি অ্যান্টিবডি তৈরির প্রবণতা বেশি। আসলে ভ্যাকসিন গ্রহণকারী সবার দেহে ভারো কাজ করেছে।

এছাড়া ১ম ডোজ টিকা নেয়া ৫০০ জনের মধ্যে মাত্র ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে তাদের কোন জটিলতা তৈরি হয়নি। গবেষণায় দেখা গেছে, এক ডোজের চেয়ে দুই ডোজ টিকা নেয়া ব্যক্তিদের দেহে বেশি পরিমাণ অ্যান্ডিবডি তৈরি হয়েছে।

সারাদেশে চলছে করোনার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম। প্রথম ডোজে এ পর্যন্ত করোনা টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ লাখ ৭৯ হাজার মানুষ।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ