ভারতের মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে আগুনে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের ঘটনা ঘটে তা এখনও জানা যায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর কয়কেজনকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় তারা মারা যান। তবে আগুনে পুরে মারা যাননি।
হাসপাতালের এক কর্মকর্তা বলেন, দুর্ঘটনার সময় হাসপাতালটি থেকে ২০ জনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। যাদের মধ্যে ৬ জন আইসিইউতে ভর্তি ছিল। আগুনে হাসপাতালের দ্বিতীয় তলার পুরোটাই পুড়ে যায়। তবে এ সময় হাসপাতালটিতে কোনো করোনা রোগী ছিল না।
মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র আওহাদ বলেন, মুখ্যমন্ত্রী উদ্ধাব ঠাকারি নিহতদের পরিবারের জন্য পাঁচ লাখ এবং আহতদের জন্য এক লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দেন।