spot_img

চুরি করে ধরা খেলেন পাকিস্তানের দুই কূটনীতিক

অবশ্যই পরুন

দক্ষিণ কোরিয়ার কাছে এবার লজ্জায় পড়তে হলো পাকিস্তানকে। শপিংমল থেকে চকলেট ও টুপি চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছেন ইমরান খান সরকারের দুই কূটনীতিক।

জানা গেছে, ২০২০ সালের জানুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ায় একটি দোকানে ঘুরতে যান পাকিস্তান দূতাবাসের অভিযুক্ত ওই দুই কূটনীতিক। সেখান থেকে তারা কোরিয়ান মুদ্রায় ১,৯০০ ওন বা বাংলাদেশি টাকায় ১৩ হাজার টাকা দামের জিনিসপত্র চুরি করেন।

চুরি করা জিনিষের মধ্যে ছিল ১৯০০ টাকা দামের চকলেট এবং ১১ হাজার টাকা দামের টুপি। আলাদা আলাদা দিনে তারা এ জিনিসগুলো চুরি করেন। চুরি করার পরপরই দোকানি স্থানীয় থানায় মামলা করেন। পরে পুলিশ সিসিটিভির ফুটেজ ঘেঁটে পাকিস্তানি ওই দুই কূটনীতিককে শনাক্ত করে।

এই ঘটনায় এখনও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। কূটনৈতিক সম্পর্কিত ভিয়েনা কনভেনশনের অধীনে এ ধরনের ঘটনায় কূটনীতিক দেশের আইনের মাধ্যমে অভিযুক্তরা নিজেদের গ্রেফতার বা আটক এড়াতে পারেন। তবে এ বিষয়ে এখনও পাকিস্তান সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ