spot_img

মিয়ানমারে সামরিক শাসনের নিন্দা জানালেন ওবামা

অবশ্যই পরুন

মিয়ানমারের বিতর্কিত সামরিক সরকারের প্রকাশ্যে বিরোধিতা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ বার্মিজ সেনাবাহিনীর অবৈধ শাসনের ওপর চাপ অব্যাহত রেখেছে তাদের প্রশংসাও করেছেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) টুইটারে দেওয়া বিবৃতিতে ওবামা লিখেছেন, সারা বিশ্বের নজর মিয়ানমারের পরিস্থিতির ওপর রাখা উচিত, যেখানে বেসামরিক মানুষের ওপর হৃদয়বিদারক সহিংসতার ঘটনা ঘটেছে।

এসব সহিংসতায় আমি খুবই হতবাক হয়েছি। তবে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশব্যাপী যে আন্দোলন সেখানে চলছে তাতে আমি অনুপ্রাণিত হয়েছি।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর দেশটিতে শুরু হওয়া সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে চালানো দমন-পীড়নে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ