spot_img

নাজনীন জাঘরিকে ফের কারাদণ্ড দিলো ইরান

অবশ্যই পরুন

ইরানের বিপ্লবী আদালত সোমবার ব্রিটিশ-ইরানিয়ান নাগরিক নাজনীন জাঘরি র‌্যাটক্লিফ থমসনকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার (প্রপাগান্ডা) একটি মামলায় দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তাৎক্ষণিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। খবর আল জাজিরা।

নাজনীন জাঘরি রয়টার্স ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালের এপ্রিলে ইরান সরকার তাকে তেহরান বিমানবন্দর থেকে আটক করে। পরে তার বিরুদ্ধে সরকার হঠানোর অভিযোগ আনা হয়। এই মামলায় এর আগে পাঁচ বছর সাজা খাটার পর গত মার্চে নাজনীন জাঘরিকে মুক্তি দেয় ইরান। তবে মুক্তির পর অন্য আরেকটি অভিযোগে আদালতে তার শুনানি চলছিল।

নাজনীন জাঘরির আইনজীবী হোজ্জাত কেরেমানি বলেছেন, ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার দায়ে আদালত জাঘরিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে এবং এক বছরের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানের নির্ধারিত আইন অনুযায়ী আগামী ২১ দিনের বিরুদ্ধে আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।

নাজনীন জাঘরির বিরুদ্ধে নতুন অভিযোগের সঙ্গে ২০০৯ সালে লন্ডনের ইরান দূতাবাসের সামনে তিনি বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলেও সম্পৃক্ত করা হয়েছে। জাঘরি র‌্যাটক্লিফের পরিবার এবং থমসন রয়টার্স ফাউন্ডেশন সকল অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তেহরানের প্রতি নাজনীন র‌্যাটক্লিফকে মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন এবং আদালতের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নাজনীনকে আরও জেলে থাকতে হবে আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নয়। ইরানে কারাদণ্ডপ্রাপ্ত যৌথ নাগরিকদের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে তার সরকার কাজ করছে বলেও সাংবাদিকদের জানান তিনি।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবও নাজনীন র‌্যাটক্লিফের বিষয় নিয়ে কথা বলেছেন। ইরানের আদালতের রায়কে তিনি অমানবিক এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা অবিলম্বে নাজনীন র‌্যাটক্লিফের মুক্তির আহ্বান জানাই যাতে সে তার পরিবারের কাছে ফিরতে পারে।

দাতব্য কর্মী নাজনীন পাঁচ বছর কারাদণ্ডের বেশিরভাগ সময় এভিন কারাগারে কাটান। গত মার্চে করোনাভাইরাস মহামারির কারণে তাকে কারাগার থেকে মুক্ত করে গৃহবন্দী রাখা হয়।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ