spot_img

ভার্চুয়াল আদালতে ১০ দিনে সাড়ে ১৮ হাজারের বেশি জামিন

অবশ্যই পরুন

মহামারি করোনার প্রাদুর্ভাব বাড়ার মধ্যে চলমান লকডাউনে ভার্চুয়াল নিম্ন আদালত ১০ কার্যদিবসে দুই শতাধিক শিশুসহ ১৮ হাজার ৬৪৯ আসামিকে জামিন দিয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মুহাম্মদ সাইফুর রহমান মঙ্গলবার (২৭ এপ্রিল) এ তথ্য জানান।

তিনি বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১০ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩৩ হাজার ৫২৩টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১৮ হাজার ৬৪৯ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশু ২১১ জন।

ভার্চুয়াল শুনানি নিয়ে গত ১২ এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৩ হাজার ২৫৯ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬ জন, ২১ এপ্রিল ১ হাজার ৩৪৯ জন, ২২ এপ্রিল ১ হাজার ৫৯২ জন, ২৫ এপ্রিল ১ হাজার ৮৩৯ জন ও ২৬ এপ্রিল ১ হাজার ৫৯৩ জন কারাবন্দি আসামিকে জামিন দেন নিম্ন আদালত।

গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি হচ্ছে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ