spot_img

ইন্টারন্যাশনাল ওয়াটার কনজারভেশন অ্যান্ড রেইন- ওয়াটার হারভেস্টিং শীর্ষক সামিট

অবশ্যই পরুন

ভারতের ভানিয়া কৌশিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ কনফারেন্সে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওমানের সুলতান হাইথাম তারিক। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি উপস্থাপক জিম গ্র্যান্ট, হলিউড সিঙ্গার টিয়ান্না জনস, কানাডার বেস্ট সেলিং অথর ফং চুয়া, ইন্ডিয়ান অভিনেত্রী রীতা মেহেতা, বিপিএস উইমেন্স ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ডক্টর ভূপেন্দর সিং এবং বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ও সোশ্যাল একটিভিস্ট।

এ এম এন আকিব ২০১৬ সালে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কউটস্ অ্যাওয়ার্ড ও ২০১৭ সালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ এনামুর রহমান ( এমপি) র কাছ থেকে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করেন।

ভানিয়া কৌশিকের উপস্থাপননায় এ কনফারেন্সে বাংলাদেশের তরুণ জাতিসংঘের ইয়ুথ স্পিকার ও আইওয়াইডিএস (IYDS) এর প্রতিষ্ঠাতা আকিব পানি সংরক্ষণের সাইন্টিফিক পদ্ধতি এবং রেইন ওয়াটার হার্ভেস্টিং এর উপরে তাত্ত্বিক আলোচনা করেন। তিনি ইউনিভার্সিটি অফ মিশিগানের একটি জার্নালে ও কয়েকটি রিসার্চ পেপার এর সমন্বয়ে নিজের ইনোভেটিভ আইডিয়া বৈশ্বিক নেতৃবৃন্দের সামনে উপস্থাপন করেন। তিনি সেখানে বাংলাদেশ ভারত পানি চুক্তি ওপর বিশেষ ভাবে জোর প্রয়োগ করেন এবং দুই দেশের রাষ্ট্র প্রধানের নিকট এ সমস্যা দ্রুত সমাধানের জন্য আকুল আবেদন জানান।

ওমানের সুলতান সহ অন্যান্য অতিথিরা, এ তরুণ বয়সে তার অসাধারণ দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীল কাজ গুলোর ভূয়সী প্রশংসা করেন এবং তাকে এগিয়ে যাবার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে সব ধরনের সহযোগিতা দেবার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ