ফুটবল বিশ্বে ঝড় তোলা সুপার লিগের পরিকল্পনা আপাতত ভেস্তে গিয়েছে। তবে এখনো অটুট আছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবগুলোর বন্ধন। এরই প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের কাছে ছুটে গেছে প্রশ্ন; তারা যদি উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে সুযোগ না পান?
জিদানের সোজাসাপটা উত্তর, এমন ভাবনা হাস্যকর। চলতি চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। মঙ্গলবার (২৮ এপ্রিল) রানে নিজেদের মাঠে প্রথম লেগের খেলায় চেলসির মুখোমুখি হবে দ্য হোয়াইটরা। এই ম্যাচকে সামরে রেখে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন জিদান।
‘আমরা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে থাকবো না এটা চিন্তা করাও হাস্যকর। আমাদের আশেপাশে অনেক কথা শোনা যাচ্ছে। আরও অনেক ধরনের কথা শোনা যাবে। আমরা এসব নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের কাজ খেলায় মনোযোগ দেওয়া।’
তবে এ সময় নিজস্ব মতামতও দিয়েছেন এই ফরাসি কোচ। তিনি বলেন, ‘কিন্তু আমার মতামত হলো, আমরা সকলে মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগে দেখতে চাই।’
চেলসির মুখোমুখি হওয়া নিয়ে জিদানের ভাষ্য এই গেমটি অনেক কঠিন হবে। ‘এটা সেমিফাইনাল, একটা কঠিন খেলা হতে যাচ্ছে।’
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম লেগের খেলায় আলফ্রেড ডি স্টেফানো মাঠে মুখোমুখি হবে রিয়াল-চেলসি। দ্বিতীয় লেগের খেলা হবে ৬ মে।