spot_img

কাভার্ডভ্যান চাপায় দুই এনজিও কর্মী নিহত

অবশ্যই পরুন

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই এনজিও কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৬ এপ্রিল) ভোর রাতে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানসহ চালককে পুলিশ আটক করেছে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার বাহুরা এলাকার রবিউল হোসেনের ছেলে সেফায়েত উল্লাহ সালমান (২৭) এবং রূপগঞ্জ উপজেলার ভুলতা পাচাইখা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে রকি মিয়া (২৫)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজামান জানান, রাতে সেফায়েত উল্লাহ সালমান ও রকি মিয়া কাঁচপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ডভ্যানের চাপায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সেবায়েত উল্লাহ সালমানের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রকি মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে তিনি মারা যান। নিহত সালমান ও রকি একই এনজিও প্রতিষ্ঠানে কাজ করতেন। তবে এনজিও প্রতিষ্ঠানটির নাম জানা যায়নি বলে হাইওয়ে থানার ওসি জানিয়েছেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর অভিযুক্ত কাভার্ডভ্যানটি জব্দসহ চালক মিজানুর রহমানকে (২৫) আটক করা হয়েছে। নিহত সেবায়েতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অপরদিকে ঢাকায় পঙ্গু হাসপাতালের মর্গে রকি মিয়া মরদেহ রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ