spot_img

অস্কারে স্বরণ করা হলো ইরফান খানকে

অবশ্যই পরুন

বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খানকে স্মরণ করেছে দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের একটি সেগমেন্টে ইরফানের ছবি ও নামসহ তাকে স্মরণ করা হয়েছে।

শুধু ইরফান খানই নন, ভারতের আরও একজন ছিলেন এবারের স্মরণিকায়। তিনি হলেন ফ্যাশন ডিজাইনার ভানু আথাইয়া। যিনি ছিলেন প্রথম ভারতীয় অস্কারজয়ী।

বাংলাদেশ সময় সোমবার ভোরে অনুষ্ঠিত হয়েছে অস্কারের ৯৩তম আসর। এবারের অস্কার অনুষ্ঠিত হয়েছে দুটি স্থানে। এগুলো হলো লস অ্যাঞ্জেলেস ইউনিয়ন স্টেশন ও ডলবি থিয়েটার। এছাড়া ছিল ভার্চুয়াল অংশগ্রহণের ব্যবস্থাও।

অস্কারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো ‘ইন মেমোরিয়াম’। প্রতি বছর যেসব তারকা পৃথিবী ছেড়ে বিদায় নেন, তাদেরকে এই সেগমেন্টে স্মরণ করা হয়। এবার সেই তালিকায় জায়গা করে নিলেন দু’জন ভারতীয়।

উল্লেখ্য, ভানু আথাইয়া ১৯৮৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতেছিলেন রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ছবি ‘গাঁধী’র পোশাক পরিকল্পনার জন্য। গত বছরের অক্টোবর মাসে মারা যান তিনি। বলিউডের ‘সিআইডি’, ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি অওর গুলাম’, ‘তিসরি মঞ্জিল, ‘লেকিন’, ‘লাগান’-এর মতো কালজয়ী সিনেমাগুলতেও কাজ করেছেন ভানু।

অন্যদিকে বলিউড ও হলিউডে কাজ করে দারুণ খ্যাতি পেয়েছিলেন ইরফান খান। গেলো বছর সবাইকে কাঁদিয়ে চিরতরে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি অভিনেতা। বলিউডে তার অধিকাংশ সিনেমাই প্রশংসিত ও কালজয়ী। অন্যদিকে হলিউডে তিনি অভিনয় করেছেন ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘লাইফ অব পাই’, ‘অ্যামেজিং স্পাইডার ম্যান’, ‘ইনফার্নো’, ‘আ মাইটি হার্ট’-এর মতো তুমুল জনপ্রিয় সিনেমাগুলোতে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ