spot_img

শপিংমল ও দোকান খোলার সময় বাড়ল

অবশ্যই পরুন

রোজাদারদের কথা বিবেচনা করে দোকান-শপিংমল ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে বেচাবিক্রি শেষ করে দোকানপাট বন্ধ করে দিতে হবে। তবে এই সময়ে এসব স্থানে স্বাস্থ্যবিধি পুরোপুরি নিশ্চিত করতে হবে।

রোববার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ‌্যমের সঙ্গে আলাপকালে এ তথ‌্য জানান।

তিনি আরও বলেন, আগে সকাল ৯ টা থেকে  বিকেল ৫ টা পর্যন্ত বিপণিবিতান কিংবা দোকানপাট খোলা থাকলেও রোজাদারদের কথা চিন্তা করে নতুন এ সময় বাড়ানো হলো। তবে এ সময় মার্কেট কর্তৃপক্ষকে স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এর ব্যতিক্রম ঘটলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ