spot_img

ভেরনার নৈপুণ্যে জয়ে ফিরল চেলসি

অবশ্যই পরুন

অবশেষে নিজেকে ফিরে পেলেন টিমে ভেরনার। দীর্ঘ দুই মাস পর এ তারকা পেলেন গোলের দেখা। শেষ পর্যন্ত তারই নৈপুণ্যে শনিবার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়েছে চেলসি।

লন্ডন স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে জিতেছে চেলসি। বিরতির আগে একমাত্র গোলটি করেন ভেরনার। শেষ পর্যন্ত তিনি দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন।

প্রতিপক্ষের মাঠে শনিবার শুরু থেকে বল দখলে রেখেছিল চেলসি। কিন্তু আক্রমণে তেমন সুবিধা করতে পারছিলো না তারা। অবশেষে বিরতির আগে ভেরনার নৈপুণ্যে এগিয়ে যায় স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে নিচু ক্রস দেন বেন চিলওয়েল। কাছ থেকে ডান পায়ের শটে সহজেই লক্ষ্যভেদ করেন ভেরনার।

বিরতির পর অবশ্য কিছুটা হলেও খেঁই হারিয়ে ফেলে চেলসি। এ সুযোগে সমতায় ফেরার মতো অবস্থাও তৈরি হয়েছিল ওয়েস্ট হ্যামের। কিন্তু সেই সুযোগ কাজে লাগেতে পারেননি ডেভিড ময়েসে। উল্টো ৮১তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ওয়েস্ট হ্যাম। চিলওয়েলকে মারাত্মক ফাউল করায় ডিফেন্ডার ফাবিয়ান বালবুয়েনাকে ভিএআরের সাহায্যে লাল কার্ড দেখান রেফারি। যে কারণে আর সমতায় ফিরতেদ পারেনি দলটি।

এ জয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে নিজেদের অবস্থান শক্ত করেছে চেলসি। ৩৩ ম্যাচে ১৬ জয় ও ১০ ড্রয়ে ৫৮ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ১৬ জয় ও সাত ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচে ওয়েস্ট হ্যাম। এদিকে চ্যাম্পিয়ন লিভারপুল ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে ছয়ে। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তারা ১১ পয়েন্টে এগিয়ে। এক ম্যাচ কম খেলেছে ইউনাইটেড।  ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লেস্টার সিটি।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ