ধীরগতির শুরু করেছিলেন দুই ওপেনার শুভমন গিল ও নিতিশ রানা। সেটাকেই যেন শেষ অবধি বয়ে চলতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। সংগ্রহটা খুব বেশি বড় করা হয়নি তাদের। মুস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থানের সামনে ১৩৪ রানের লক্ষ্য দিতে পেরেছে কেকেআর।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসান। ব্যাটিংয়ে নেমে কলকাতার দুই ওপেনারই শুরু করেন ধীরগতির। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে বাটলারের থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরত যান ১৯ বলে ১১ রান করা গিল।
আরেক ওপেনার নিতিশ রানাও একটু পর আউট হয়ে যান ১ চার ও ছক্কায় ২৫ বলে ২২ রান করে। কলকাতার পক্ষে সর্বোচ্চ রান আসে রাহুল ত্রিপাটির ব্যাট থেকে। ১ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৩৬ রান করে মুস্তাফিজুর রহমানের শিকার হন তিনি। তবে তার পর দিনেশ কার্তিক ছাড়া কেউই কলকাতার ইনিংসকে তেমন বড় করতে পারেননি।
৪ চারে ২৪ বলে ২৫ রান করে কার্তিক সাজঘরে ফেরত গেলে আর বেশি লম্বা হয়নি কলকাতার ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে কলকাতার ইনিংস। ৪ ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট পেয়েছেন ক্রিস মরিস।