spot_img

মরিস ১৬ কোটির যোগ্য নয় : পিটারসেন

অবশ্যই পরুন

ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়ে ক্রিস মরিসকে ১৬.২৫ কোটি রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস। আইপিএল নিলামের ইতিহাসে এটাই সবচেয়ে দামি ক্রয়। কিন্তু মাঠের খেলায় সেই অর্থের প্রতিদান দিতে পারছেন না প্রোটিয়া অল-রাউন্ডার। যে কারণে রাজস্থান সমর্থকেরও ক্ষেপে গেছেন। মরিসের বিশাল এই অর্থপ্রাপ্তিতে মোটেই খুশি নন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন। তিনি প্রকাশ্যেই এমন কথা বলেছেন!

স্টার স্পোর্টসের এক ক্রিকেট অনুষ্ঠানে পিটারসেন বলেছেন, ‘এটা শুনতে খারাপ লাগতে পারে। আমি যত অর্থ উপার্জন করেছি, মরিসকে তার থেকে অনেক বেশি দেওয়া হচ্ছে। আমার মনে হয় না, সে এই পরিমাণ অর্থ পাওয়ার যোগ্য। এত অর্থের কারণে সে অবশ্যই চাপে থাকবে। দক্ষিণ আফ্রিকা দলে সে নিয়মিত নয়। তাই আমাদের তার ওপর হঠাৎ প্রত্যাশা বেড়ে গেছে। তাকে নিয়ে অনেক আলোচনাও বেড়ে গেছে।’

বিরাট কোহলির নেতৃত্বাধীন ব্যাঙ্গালোর দলে ক্রিস মরিস একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। নিলামে ১০ কোটি রুপিতে ব্যাঙ্গালোর মরিসকে কিনেছিল। তবে চলতি বছরে নিলামের আগে মরিসকে তারা রিলিজ করে দেয়। তারপর নিলামে বিশাল অর্থে প্রোটিয়াজ অলরাউন্ডারকে কেনে রাজস্থান। চলতি মৌসুমে ক্রিস মরিস চার ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তবে বেদম মার খেয়েছেন। এছাড়া ব্যাট হাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৮ বলে ৩৬ করে দলকে জিতিয়েছেন। তবে এটুকুই।

এত টাকা দিয়ে ক্রিকেটার কিনেও রাজস্থান রয়্যালস একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান সবার নিচে। পিটারসেন তাই বলছেন, ‘মরিস এমন একজন ক্রিকেটার যে কোনোভাবেই ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারবে না। তার প্রতি সম্মান জানিয়েই বলছি, সে কিন্তু খুব বেশি হলে টানা দুটি ম্যাচ ভালো খেলতে পারবে। তারপর কয়েকটা ম্যাচে তাকে পাওয়াই যাবে না। এটাই তার বৈশিষ্ট্য। এত টাকা খরচ করার পর নিশ্চয় কেউ তাকে এমনটা দেখতে চাইবে না।’

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ