গণটিকাদান কর্মসূচিতে জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহারে স্থগিতাদেশ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সিডিসির পরিচালক রচেল ওয়ালেনস্কি বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
শুক্রবার রয়টার্সকে সিডিসিকে সিডিসি পরিচালক বলেন, ‘আমরা জনসন অ্যান্ড জনসনের টিকা প্রয়োগের ওপর স্থগিতাদেশ আর দীর্ঘায়িত না করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে দেশে গণটিকাদান কর্মসূচিতে এই টিকা ব্যবহারে কোনো বাঁধা নেই।’
এর জেরে গত ১৩ এপ্রিল জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার ব্যবহারে সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল সিডিসি এবং এফডিএ (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন)। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করে সংস্থা দু’টি।
শুক্রবারে সিডিসি বৈঠকে সেই কমিটি প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লক্ষে একজন টিকা গ্রহণকারী এই সমস্যার সম্মুখীন হয়েছেন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকা নিয়েছেন ৬৮ লাখ মানুষ।
আগামী শনিবার থেকে গণটিকাদান কর্মসূচিতে ফের এই টিকার ব্যবহার শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
বাজারে সহজলভ্য অন্যান্য টিকার সঙ্গে জনসন অ্যান্ড জনসনের টিকার পার্থক্য হলো— এটি এক ডোজের করোনা টিকা।অন্যান্য টিকার বেলায় যেখানে দুই ডোজ প্রয়োজন হয়, সেখানে জনসনের এক ডোজের টিকাতে মানবদেহে করোনা প্রতিরোধী প্রোটিন গড়ে ওঠে।
ফাইজার এবং মডার্নার পরে আমেরিকায় তৃতীয় করোনা প্রতিষেধক হিসেবে ফেব্রুয়ারির শেষে ছাড়পত্র পেয়েছিল জনসনের টিকা। সম্প্রতি ভারতে এই টিকা রফতানির বিষয়েও দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে জনসনের কর্মকর্তাদের।
সূত্র: রয়টার্স