spot_img

বিপর্যস্ত ভারতকে সহযোগিতার আশ্বাস বরিসের

অবশ্যই পরুন

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তার দেশ ভারতকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত।

শুক্রবার ব্রিটেনের ডার্বিশায়ারে স্থানীয় এক নির্বাচনী প্রচার সভায় গিয়েছিলেন বরিস জনসন। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘ভারতের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে। আমরা ভারতকে সবরকম সাহায্য করতে চাই। ভারতের জনগণের সহায়তার জন্য কী করতে পারি সে বিষয়ে ভাবছি।অবশ্য এই সহায়তা ভেন্টিলেটর বা চিকিৎসা ক্ষেত্রে সহায়তা হতে পারে বলে মনে করা হচ্ছে।’

করোনা সংক্রমণের কারণে চলতি বছরে এই নিয়ে দু’বার ভারত সফর বাতিল করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে ভারত সফরের কথা ছিল তার, কিন্তু সে সময় ব্রিটেনে সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে তা বাতিল করতে বাধ্য হয়েছিলেন তিনি।

এরপর চলতি মাসের ২৫ তারিখ ফের ভারত সফরের সূচি ছিল বরিস জনসনের; কিন্তু এবার ভারতে সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় ফের স্থগিত হয়েছে তার সফর। তবে উভয় দেশের কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

এদিকে ভারতে করোনার আক্রান্ত ও মৃত্যুহার উচ্চ হওয়ার কারণে সম্প্রতি ব্রিটেনে ভারতের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেনের সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ প্রসঙ্গে বলেছেন, ‘ ভারতে যেভাবে করোনা বাড়ছে তাতে সংক্রমণের বিস্তার আটকাতে আপাতত ভারতকে ‘লাল তালিকাভুক্ত’ করা হয়েছে। ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা তারই অংশ। তবে এটি সাময়িক।’

দৈনিক করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় বিশ্বের দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে ভারত। করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৬৬ লাখ ২ হাজার ৪৫৬ এবং এ রোগে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন মোট ১ লাখ ৮৯ হাজার ৫৪৯।

এর মধ্যে শুক্রবার দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৫ হাজার ১৪৭ জন, যা একদিনের আক্রান্তের হিসেবে বিশ্বের কোনো দেশের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এইদিন দেশটিতে মারা গেছেন ২ হাজার ৬২১ জন।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ