spot_img

ঘরের ওপর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

অবশ্যই পরুন

জিম্বাবুয়েতে একটি বিমান বাহিনীর হেলিকপ্টার ঘরের ওপর বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশুসহ ৪ জন নিহত হয়েছে। শুক্রবার, ২৩ এপ্রিল ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ৩০ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত আর্কতুরাস নামক একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মূলত প্রশিক্ষণের সময় এই ঘটনা ঘটে।

যে ঘরের ওপর আগুস্তা বেল এবি-১২ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেই ঘরের একজন শিশু নিহত হয়। তার সঙ্গে হেলিকপ্টারে থাকা ৩ জন ক্রু নিহত হন। জিম্বাবুয়েতে এর আগে গেল বছরের নভেম্বরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিমান বাহিনীর একজন ইনস্ট্রাকটর ও প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছিল।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ