spot_img

রাজশাহীতে নকল ওষুধ কারখানার সন্ধান

অবশ্যই পরুন

রাজশাহীতে একটি নকল ওষুধের কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। নগরীর ভদ্রা আবাসিক এলাকায় আনিসুর রহমান ওরফে আনিস (৪২) নামের এক ব্যক্তি নিজের বাড়িতেই এই কারখানা গড়ে তোলেন। এই ঘটনায় আনিসকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাতে আনিসের বাড়িতে অভিযান চালায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। আনিসুর রহমান নগরীর চন্দ্রিমা থানার ভদ্রার জামালপুর আবাসিক এলাকার মৃত আনসার আলীর ছেলে।

অনেকটা নির্জন এলাকার বাড়িটির একটি ঘরে মেশিন বসিয়ে ওষুধ তৈরি করতেন আনিস। তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে বলে জানান নগর ডিবি পুলিশের সহকারী কমিশনার রাকিবুল হাসান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় চারটি নামি কোম্পানীর বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে। ওষুধের কারিগরকেও গ্রেপ্তার করা হয়েছে। ওষুধের পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না।

এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ