spot_img

পানির চাপে হাউসের দেয়াল ছিটকে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

অবশ্যই পরুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বাড়িতে ব্যবহৃত পানির হাউস ধসে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আব্দুর রহমান (৭০) ও তার পুত্রবধূ সাওদা আক্তার (২২)। এসময় আহত হয়েছেন রাব্বী (১২) ও রোহান (৮) নামে আরও দুই শিশু।

তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, এক সপ্তাহ আগে বাড়ির উঠানের পাশে নতুন মাটি ভরাট করে ইট-সিমেন্ট দিয়ে নতুন পানির হাউস তৈরি করেছিলেন আব্দুর রহমান। আরসিসি পিলার না দিয়ে ঢালাই শুকানোর আগেই হাউজটি ব্যবহার শুরু করেন পরিবারের সদস্যরা।

ওসি আরও জানান শুক্রবার বিকেলের দিকে পানির অতিরিক্ত চাপে হাউসের দেয়াল চারদিকে ছিটকে পড়ে। এতে সাওদা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহন হন আব্দুর রহমান, শিশু রাব্বী ও রোহান। তাদের নান্দাইল উপজেলা হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রহমান মারা যান। আর শিশু দুটিকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ সংবাদ

প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিচ্ছেন ট্রাম্প?

অনেক চড়াই-উতরাই পেরিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সমর্থকদের উদ্দেশে বিজয়ীর ভাষণ দিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ