spot_img

অভিনয় ছিল স্বপ্নের মতো

অবশ্যই পরুন

একেই বলে বোধ হয় মেঘ না চাইতে বৃষ্টি। বলিউড নায়িকা হুমা কুরেশির জীবনে এমনটাই ঘটল। মার্কিন মুলুকে তিনি গিয়েছিলেন অন্য এক ছবির অডিশনের জন্য। আর ডাক পেলেন জনপ্রিয় মার্কিন পরিচালক জ্যাক স্নাইডারের কাছ থেকে। জ্যাকের আগামী ছবি ‘আর্মি অব দ্য ডেড’-এ অভিনয় করেছেন হুমা।

জ্যাক স্নাইডারের মতো পরিচালকের সঙ্গে কাজ করা হুমার কাছে ছিল স্বপ্নের মতো। সে স্বপ্ন সত্যি হয়ে গেল আচমকা। ছোট থেকেই জ্যাক স্নাইডারের ভক্ত এই বলিউড অভিনেত্রী।

তিনি বলেন, ‘ছোটবেলা থেকে জ্যাক স্নাইডারের ছবি দেখা পছন্দ করি। আর তাঁর পরিচালিত ছবি দেখতে ভয়ও লাগত। জ্যাকের একটা ছবি দেখে হল ছেড়ে পালিয়ে এসেছিলাম।’

এই বলিউড তারকা আরও বলেন, ‘আমার কাছে এটা ছিল স্বপ্নের মতো। আমি অন্য একটি ছবির কাজে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। অডিশনও দিয়েছিলাম। কিন্তু অবাক করা ব্যাপার হলো, জ্যাকের মতো নামকরা পরিচালকের কাছ থেকে কাজের প্রস্তাব পেয়ে গেলাম।’

জ্যাকের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিতও হুমা। হবেন না কেন? হলিউডের বেশ কয়েকটি ব্যবসাসফল ছবির পাশে আছে জ্যাক স্নাইডারের নাম। ‘ম্যান অব স্টিল’, ‘থ্রি হান্ড্রেড’,‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’,‘জাস্টিস লিগ’সহ বেশ কিছু ছবি তাঁর হাতে নির্মিত।

প্রথম দেখায় নাকি জ্যাকের সাদা শার্ট নিয়ে বেশ চিন্তায় ছিলেন হুমা। গ্যাংস অব ওয়াসিপুরখ্যাত এই নায়িকা বলেন, ‘তিনি সাদা রঙের একটি শার্ট পরেছিলেন। তাঁর ক্যামেরা চালু ছিল। আর আমি তখন মনে মনে ভাবছিলাম, এই সাদা শার্ট এবার নোংরা হয়ে যাবে।’

জ্যাক স্নাইডারের ‘আর্মি অব দ্য ডেড’ ছবির ট্রেলার ১৩ এপ্রিল মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে হুমা কুরেশির। এই ছবিতে তাঁর অভিনীত চরিত্রটির নাম ‘গীতা’।

এ ছাড়া তাঁর চরিত্র সম্পর্কে আর কিছুই খোলাসা করা হয়নি। ছবিটি ২১ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ব্রিকসে সহযোগী দেশ হলো ইন্দোনেশিয়া

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ