spot_img

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির দিকে : চিকিৎসক

অবশ্যই পরুন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে তার বাসভবন ফিরোজা থেকে বের হয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ এসব তথ্য জানান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন ডা: এ জেড এম জাহিদ ও ডা: মামুন।

ডা: এ জেড এম জাহিদের বরাত দিয়ে শামসুদ্দিন দিদার নয়া দিগন্তকে জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির দিকে। তিনি আজও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ সময় বেগম খালেদা জিয়ার করোনার পরীক্ষার বিষয় এ জেড এম জাহিদ বলেন, মেডিক্যাল বোর্ডের সদস্যদের সাথে আলোচনা করে আগামী সপ্তাহের শুরুর দিকে সকল পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এ সময় বিএনপি চেয়ারপারসনের আরেক ব্যক্তিগত চিকিৎসক ডা: আল মামুন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ