সাবেক ক্রিকেটার হলেও আতহার আলী খান মূলত পরিচিত হয়ে উঠেছেন ধারাভাষ্যকার হিসেবে। যেখানেই বাংলাদেশের খেলা, সেখানেই তিনি মাইক্রোফোন হাতে নিজের জানান দেন। তবে চলমান শ্রীলঙ্কা সফরে ধারাভাষ্য প্যানেলে নেই আতহার।
এরপর থেকেই প্রশ্ন উঠেছিল কেন নেই তিনি। মূলত করোনা পজিটিভ হওয়াতেই শ্রীলঙ্কায় যাননি আতহার আলী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে এই ব্যাপারটি নিজেই জানিয়েছেন তিনি।
১৯৮৮ সালে বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আতহার আলীর। দেশের জার্সি গায়ে তিনি খেলেছেন ১৯টি ওয়ানডে। কোনো সেঞ্চুরি না করতে পারলেও তিনটি ফিফটি হাঁকিয়েছেন তিনি। ২৯.৫৫ গড়ে ৫৩২ রান করেন আতহার।
এছাড়াও ২৯ লিস্ট এ ম্যাচে মাঠে নেমে ৪ ফিফটিতে ২৫.২৮ গড়ে ৭০৮ রান করেছেন এই ব্যাটসম্যান। তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেও আতহার করেছেন ৪৮ রান। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন আতহার।