প্রাণঘাতী করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়ান্ট শনাক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে। মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক এই ভ্যারিয়ান্টে আক্রান্ত আট জনকে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন এর বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে পারবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি জানিয়েছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে বিদেশ থেকে আসা আটজনের দেহে ভারতীয় ভ্যারিয়ান্ট শনাক্ত হয়েছে। এরপর থেকে তাদের প্রাথমিক পরীক্ষা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক হেজি লেভি বলেন, প্রাথমিক ধারণা হলো এই ভ্যারিয়ান্টের বিরুদ্ধে ফাইজার ভ্যাকসিনের কার্যকারিতা রয়েছে। তবে অবশ্যই কার্যকারিতা সাধারণ ভ্যারিয়ান্টের চেয়ে কম হতে পারে।
ভারতীয় ভ্যারিয়ান্ট নিয়ে গবেষণার বিষয়ে বিস্তারিত জানতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি।
ব্রিটেন ও আয়ারল্যান্ডও জানিয়েছে তাদের দেশে ভারতীয় ভ্যারিয়ান্ট শনাক্ত হয়েছে এবং গবেষণা চলছে।
৯৩ লাখ জনসংখ্যার দেশ ইসরায়েল তাদের ১৬ বছরের ওপরের জনগোষ্ঠীর ৮১ শতাংশকে করোনার ভ্যাকসিন দিয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হওয়া কমেছে উল্লেখযোগ্য সংখ্যায়। সম্প্রতি দেশটিতে মাস্ক পরার বাধ্যবাধ্যকতা প্রত্যাহার করা হয়েছে।