spot_img

প্রথম টেস্টে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

অবশ্যই পরুন

দুই টেস্ট সিরিজের প্রথমটিতে আজ বুধবার (২১ এপ্রিল) স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ লক্ষ্যে ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কায় অবস্থান করছেন মোমিনুল-তামিমরা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে গত ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে লাল এবং সবুজ দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় বাংলাদেশের ক্রিকেটাররা।

এই ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। টেস্ট দলে প্রথমবারের মতো ডাকা হয়েছে পেসার শরিফুল ইসলামকে। এই সফরের জন্য ২১ সদস্যের দল যায় শ্রীলঙ্কা। নিজেদের মধ্যে দুই দলে ভাগ করে একটি অনুশীলন ম্যাচ খেলার পর আজ মঙ্গলবার চূড়ান্ত দল ঘোষণা হয়েছে। ২১ সদস্যের দল থেকে ১৫ সদস্যের দল করায় বাদ পড়েছেন শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, নাঈম ইসলাম,খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান।

১৫ সদস্যের বাংলাদেশ দল-

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোঃ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ