spot_img

ইউরোপে জনসন অ্যান্ড জনসন টিকার প্রয়োগ আবারও শুরু

অবশ্যই পরুন

ইউরোপের দেশগুলোতে জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ ফের শুরু হতে যাচ্ছে। বার্তাসংস্থা রয়টার্স বুধবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

অঞ্চলিক চিকিত্সা নিয়ন্ত্রক জানিয়েছে, এ টিকা দেওয়ার পরে করোনায় রক্তজমে যাওয়ার মতো সম্ভাব্য মারাত্মক ঝুঁকির তুলনায় এর উপকারিতা অনেক বেশি।

ইউরোপের স্বাস্থ্য নিয়ন্ত্রক, ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) মঙ্গলবার এ টিকার প্রয়োগের পরামর্শ দিয়ে জানায় যে এতে রক্ত জমাট বাঁধার মত সমস্যা অত্যন্ত বিরল।

সংস্থাটি একটি মাত্র ডোজের উপকারিতা তুলে ধরে জানায় যে এর ফলে অন্য ঝুঁকিও কমে।

এর আগে গত সপ্তাহে মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক সাময়িকভাবে জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগ থামিয়ে দিয়েছিল।

জনসনের এক ডোজের টিকা করোনার বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর। বিশেষ করে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের ক্ষেত্রে। বাজারে আসার আগে ৪৩ হাজার মানুষের ওপর এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার অনুঘটক বিচার বিভাগ: ইফতেখারুজ্জামান

শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ