spot_img

মোস্তাফিজকে একাদশে রেখে ফিল্ডিংয়ে রাজস্থান

অবশ্যই পরুন

আগের ম্যাচে ক্রিস মরিসের ব্যাটে চড়ে এসেছিল দুর্দান্ত জয়। তবে প্রথম ম্যাচে সাঞ্জু স্যামসানের সেঞ্চুরিও জেতাতে পারেনি রাজস্থান রয়্যালসকে। এবারের আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক স্যামসান। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও একাদশে আছেন মুস্তাফিজ।

২০০৮ সালের এই দিনেই আইপিএলে অভিষেক হয়েছিল চেন্নাইয়ের। ওই ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩৩ রানে হারায় তারা। আর ধোনি খেলতে যাচ্ছেন অধিনায়ক হিসেবে দুইশতম ম্যাচ। এমন দিনটা স্মরণীয় করে রাখতে জয়ের বিকল্প দেখছে না তিনবারের চ্যাম্পিয়নরা।

রাজস্থান: জস বাটলার, মানান ভোহরা, সাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, শিবম দুবে, রিয়ান পরাগ, ক্রিস মরিস, রাহুল তেওয়াতিয়া, জয়দেব উনারকাট, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ