spot_img

মালয়েশিয়ায় রমজানে বাংলাদেশীসহ ৩৯ অভিবাসী আটক

অবশ্যই পরুন

মালয়েশিয়ায় রমজান মাসে ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে ২২ বাংলাদেশীসহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার মালয়েশিয়ার মালাকা প্রদেশের কিলিবাং ও বাতু বারেনডামের ঘরবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ২৫ জন ইমিগ্রেশন পুলিশ ও ২০ জন‌ রেলা (আধা সামরিক বাহিনী) অংশগ্রহণ করে।

অভিযান শুরু হয় ভোর দেড়টার দিকে। যা শেষ হয় ভোর ৪টায়।

দুটি ভবন ও বাজারে অবৈধ বিদেশি অভিবাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে বিভিন্ন দেশের ১৩২ জনকে আটক করা হয়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায়, বাংলাদেশের ২২, ইন্দোনেশিয়ার ৯,‌ পাকিস্তানের ছর ও মিয়ানমারের দু’জন নাগরিককে আটক করা হয়েছে।

মালাকা ইমিগ্রেশন বিভাগের সহকারী প্রধান ভি বিষনুথারান জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে অনেকেই। কিন্তু তাদের শেষ পর্যন্ত গ্রেফতার করেছি আমরা।

তিনি আরো বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা। তাদের কাছে কোনো বৈধ কাগজ না থাকায় তাদেরকে ইমিগ্রেশন আইনের ১৯৫৯/৬৩ ধারায় গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ