spot_img

যুক্তরাজ্যে গর্ভবতীদের ফাইজার-মডার্নার ভ্যাকসিন দেয়ার পরামর্শ

অবশ্যই পরুন

যুক্তরাজ্যে গর্ভবতী নারীদের মধ্যে ফাইজার অথবা মডার্নার তৈরি ভ্যাকসিনের প্রয়োগ করার পরামর্শ দিয়েছে দেশটির পরামর্শক কমিটি।

শুক্রবার টিকাদান কর্মসূচির যৌথ কমিটি বলেছে, যুক্তরাজ্যে প্রায় ৯০ হাজার গর্ভবতী নারী ফাইজার অথবা মডার্নার টিকা নিয়েছেন। কারো কোনো সমস্যা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ডেটা বিশ্লেষণ করে বোঝা যায় ফাইজার এবং মডার্নার টিকা গর্ভবতীদের জন্য নিরাপদ। অন্য কোনো ভ্যাকসিন যে গর্ভবতীদের জন্য অনিরাপদ তেমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। তবে আরও গবেষণা প্রয়োজন।’

এখন পর্যন্ত যে উপাত্ত পাওয়া গেছে, তাতে গর্ভাবস্থায় ভ্যাকসিনের সরাসরি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তবে করোনা ভ্যাকসিন যে গর্ভবতী মা এবং বাচ্চার জন্য ক্ষতিকারক নয়, এটি এখনো সর্বসম্মতভাবে প্রমাণিত হয়নি।

এদিকে কয়েকজনের শরীরে রক্ত জমাট বাঁধার কারণে ৩০ বছরের কম বয়সীদের অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সর্বশেষ সংবাদ

আরও ১০ বছর অভিনয় করবেন আমির খান

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘এত সিনেমা একসঙ্গে নেওয়ার বিশেষ কারণ আছে। যখন সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, এখনই...

এই বিভাগের অন্যান্য সংবাদ