চিরতরে মাটির ঘরের বাসিন্দা হয়ে গেলেন কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন এ নন্দিত নায়িকা।
১৭ এপ্রিল, শনিবার বাদ জোহর তাকে দাফন করা হয়। করোনা বিষয়ক স্বাস্থ্যবিধি মেনেই দাফনকার্য সম্পন্ন হয়েছে। এ সময় কবরীর পুত্র শাকের চিশতীসহ তার পরিবারের অনেক সদস্য, আত্মীয়-সহকর্মীরা উপস্থিত ছিলেন।
জোহরের আগেই কবরীর মরদেহ বনানী কবরস্থান এলাকায় নেওয়া হয়। সেখানেই তার জানাজা সম্পন্ন হয়। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানকে স্মরণ করে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন কবরী। এর আগে গত ৫ এপ্রিল অভিনেত্রী কবরীর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় কবরীকে। শেষপর্যন্ত তাকে লাইফসাপোর্টে পর্যন্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। সবাইকে কাঁদিয়ে তিনি চলেই গেছেন না ফেরার দেশে।