spot_img

ধোনিকে ফের খোঁচা দিলেন গম্ভীর

অবশ্যই পরুন

আইপিএল ১৪তম আসরের অষ্টম ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলের ইতিহাসে নির্দিষ্ট কোনো দলের হয়ে রেকর্ড ২০০তম ম্যাচ খেলার প্রথম কৃর্তী গড়লেন চেন্নাই সুপার কিংসের এ অধিনায়ক।

তবু্ও কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরের হাত থেকে রেহাই পেলেন না ধোনি।

এক সময়ের সতীর্থর হতে রীতিমতো খোঁচা খেতেই হলো ধোনিকে। আইপিএলের গত মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে ঠেকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল চেন্নাই সুপার কিংস। এর অন্যতম কারণ ছিল ধোনির ম্লান পারফরম্যান্স।

মি. ফিনিশার নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। সেই হতাশা মুছে দিতে এবার আটঘাট বেঁধে নামার কথা ধোনির।

কিন্তু প্রথম ম্যাচেই ‘ডাক’ মারলেন ধোনি। দুই বল খেলে রানের খাতা না খুলেই আউট হয়ে যান। তাও কি না ৭ নম্বরে নেমে। এমন সময়ে টার্গেট বাড়িয়ে নিতে যে কোনো ব্যাটসম্যান চার-ছক্কা হাঁকান। ধোনির ব্যাট থেকেও এমন একটা ধুমধাড়াক্কা ইনিংস আশা করেছিল সমর্থকরা।

৭ উইকেটে ম্যাচ হারের পর সেই প্রসঙ্গ আরো জোরালো হয়। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেলেও প্রসঙ্গ থেকেই যায়। কারণ ১০৭ রানের তাড়ায় ব্যাট হাতেই নামেননি ধোনি।

এই ক্ষেত্রেই আপত্তি কেকেআরকে দুইবার শিরোপা এনে দেওয়া অধিনায়ক গৌতম গম্ভীরের। তার মতে, সাতজনের পরে ধোনির ব্যাটিংয়ে নামা একটু দৃষ্টিকটূ। একজন অধিনায়ককে সবক্ষেত্রেই সামনে থেকে নেতৃত্ব দিতে হয়।

গম্ভীর স্টার স্পোর্টসকে বলেছেন, ‘এম এস ধোনির উচিত আরও ওপরে উঠে ব্যাট করা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, শেষ পর্যন্ত সবার উচিত সামনে থেকে নেতৃত্ব দেওয়া। আমরা সব সময় বলি, একজন নেতাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। আপনি যদি সাতে নেমে ব্যাট করেন, তাহলে আপনি নেতৃত্ব দিচ্ছেন না।’

শুক্রবার পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের মাঠে নামার আগেও ধোনিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন গাম্ভীর। বলেছিলেন, ‘সে আর চার বা পাঁচ বছর আগের ধোনি নয়, যে কিনা চাইলে নেমেই বোলারদের বেধড়ক পেটাতে পারে। আমার ধারণা, ওর চার বা পাঁচে নামা উচিত। এর নিচে নয়।’

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার অনুঘটক বিচার বিভাগ: ইফতেখারুজ্জামান

শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ