উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে লড়বে ম্যানচেস্টার-রোমা ও আর্সেনাল-ভিয়ারিয়াল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকা চার দলই পেয়েছে শেস চারের টিকিট।
আগামী ২৯ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড-রোমা এবং আর্সেনাল-ভিয়ারিয়াল। বৃহস্পতিবার রাতে হওয়া কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল। চার ম্যাচের মধ্যে জয় পায়নি শুধু রোমা। তারা আয়াক্সের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে। তবে দুই লেগ মিলে উঠে গেছে সেমিতে।
স্লাভিয়া প্রাগের মাঠে খেলতে গিয়ে তাদেরকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। আলেক্সসান্দ্র লাকাজেত দুই, নিকোলাস পেপে ও বুকায়ো সাকা করেছেন ১টি গোল। দুই লেগ মিলে ৫-১ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট পেয়েছে গানাররা।
গ্রানাডার বিপক্ষে ম্যান ইউর জয় ২-০ গোলে। প্রথম লেগেও ২-০ গোলে জিতেছিল ম্যান ইউ। এদেকে ভিয়ারিয়াল নিজেদের ঘরের মাঠে ডায়নামো জাগরেবকে হারিয়েছে ২-১ গোলে। প্রথম লেগে তাদের জয় ছিল ১-০ গোলে। দুই লেগ মিলে ৩-১ গোলের অগ্রগামিতায় পৌঁছে গেছে সেমিফাইনালে। যেখানে লড়তে হবে আর্সেনালের বিপক্ষে।
এদিকে আয়াক্সকে ঘরের মাঠে পেয়েও হারাতে পারেনি রোমা। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। তবে প্রথম লেগে পাওয়া ২-১ গোলের জয়ের কারণে সেমির টিকিট নিশ্চিত করেছে দলটি।