spot_img

দুবাইয়ে গোপন বৈঠকে পাক-ভারত : রয়টার্স

অবশ্যই পরুন

ভূস্বর্গ খ্যাত উপত্যকা কাশ্মীরকে নিয়ে দীর্ঘকাল ধরে চলা উত্তেজনা প্রশমিত করার জন্য দুবাইয়ে গোপন বৈঠক করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান। দেশ দুটির গোয়েন্দা কর্মকর্তারা এবার বৈঠকে অংশ নিয়েছেন। গত জানুয়ারিতে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে সংবাদ প্রকাশের মাধ্যমে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক আবারও তলানিতে পৌঁছে। এরপর থেকে পাল্টা এয়ারস্ট্রাইক ও একাধিক কার্যকলাপে এই মুহূর্তেও পারমানবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে উন্নতি হয়নি।

এমনকি ভারত যখন কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে নেয় তখন পাকিস্তানের তরফে পারমানবিক হামলার হুমকিও দেওয়া হয়। এরপর ভারতও তার জবাব দেয়।

এই গরম আবহের মধ্যেও রয়টার্সের রিপোর্ট মোতাবেক যদি দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে উত্তেজনা কমানোর জন্য বৈঠকে বসে থাকেন, সে ক্ষেত্রে এটা সমগ্র এশিয়ার জন্য এক দারুণ বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। ধীরে ধীরে যাতে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কের উন্নতি হয় সে নিয়েই দুবাইয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ