রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, বুধবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় হাসপাতালের ভিআইপি কেবিনে তাকে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
তিনি আরও বলেন, তার (সাংসদ ফজলে হোসেন বাদশা) সঙ্গে আমিও (চিকিৎসক) গত ৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ এবং ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছি। তবে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে জ্বরের তীব্রতা বেড়েছে। এরপর তিনি মঙ্গলবার (১৩ এপ্রিল) নমুনা দেন। বুধবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
তবে করোনা পজিটিভ হলেও তার অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ রয়েছে। রাজশাহীতে তিনিই প্রথম দুই ডোজ করোনার টিকা নিয়েছিলেন।