spot_img

অক্সফোর্ড টিকা ব্যবহার বাতিল করলো ডেনমার্ক

অবশ্যই পরুন

টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার মতো ঘটনা থেকে উদ্ভূত উদ্বেগের কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকার ব্যবহার বাতিল করলো ইউরোপের দেশ ডেনমার্ক। আজ বুধবার দেশটির সরকারি ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে।

বিবিসি লিখেছে, টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার কারণে ইউরোপের অনেক দেশ অক্সফোর্ডের টিকার ব্যবহার সাময়িক স্থগিত করলেও, ডেনমার্ক ইউরোপের প্রথম দেশ হিসেবে পুর্নাঙ্গরূপে এই টিকার ব্যবহার বন্ধ করলো।

টিকা দেওয়ায় এমনিতেই পিছিয়ে পড়েছে ইউরোপ। এমন সময়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা টিকার ব্যবহার বন্ধের সিদ্ধান্ত ডেনমার্কের টিকাদান কর্মসূচিকে আরও বিলম্বিত করবে বলে উদ্বেগ দেখা দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার সম্ভাবনার কথা জানালেও এর চেয়ে উপকারিতাকে প্রাধান্য দিয়েছে।

ইউরোপের বেশ কিছু দেশ এর আগে এই টিকা ব্যবহারের উপর সাময়িক স্থগিতাদেশ দিলেও, এর মধ্যে বেশিরভাগ দেশ আবারও অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু করেছে। তবে টিকা দিচ্ছে শুধু বয়োজ্যেষ্ঠদের।

গতকাল মঙ্গলবার টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার কারণে মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়ার ক্ষেত্রেও স্থগিতাদেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার অতিসংক্রামক ধরনের ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার প্রমাণ থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকাও জনসন অ্যান্ড জনসনের টিকা দেশের টিকাদান কর্মসূচি থেকে বাতিল করে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ