ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, আমরা পরমাণু সমঝোতা, নিষেধাজ্ঞা ও আলোচনা সম্পর্কে আমাদের নীতি ঘোষণা করেছি। আমরা বলেছি আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে তা নিশ্চিত হওয়ার পর আমাদের যা করণীয় তা করবো। তিনি বলেন, কারণ এরা অনেকবার তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এখনো তাই করছে।
বুধবার রমজান মাসের প্রথম দিন পবিত্র কুরআন নিয়ে সদা তৎপর একদল ব্যক্তিত্বের সাথে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন।
ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, আমাদের কর্মকর্তা ও দায়িত্বশীলদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে আলোচনা যেন ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে না যায়। অন্যপক্ষ যাতে আলোচনাকে দীর্ঘায়িত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ এটা দেশের জন্য ক্ষতিকর।
সূত্র : পার্সটুডে