spot_img

অভিবাসী শ্রমিকদের জন্য আসছে বিশেষ ফ্লাইট: সিএএবি

অবশ্যই পরুন

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও সিঙ্গাপুরের অভিবাসী শ্রমিকদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে শীঘ্রই। বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) আগামীকাল বৃহস্পতিবার এ ব্যাপারে তাদের বিস্তারিত কর্মপরিকল্পনা জানাবে।

আজ বেলা ১১ টায় এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

পররাষ্ট্র সচিবকে প্রধান করে আয়োজিত এ সভায় আরও যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহণের চেয়ারম্যান, বিমান বাংলাদেশের এমডি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকার ভিত্তিতে বিদেশে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের ফিরিয়ে আনা নিয়োগকারী এজেন্সিগুলোরই দায়িত্ব।

সেখানে আরও সিদ্ধান্ত নেয়া হয়, প্রবাসী শ্রমিকেরা শুধুমাত্র জরুরি প্রয়োজনের ভিত্তিতে দেশে আসতে পারবে এবং এ ব্যাপারে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে অনুমোদন পেতে হবে । এছাড়াও ফিরে এসে শ্রমিকদের অবশ্যই দেশের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনসহ অন্যান্য ব্যবস্থা মেনে চলতে হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ