spot_img

পশ্চিমবঙ্গ ভাগের চেষ্টা করছে বিজেপি

অবশ্যই পরুন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়ে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও সাবেক সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করে বলেছেন, পশ্চিমবঙ্গ ভাগের চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে জনসভায় এই অভিযোগ করেন তিনি।

বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো গেরুয়া শিবিরের রথী-মহারথীদের রাজ্যের নির্বাচনী প্রচারে দেখা গেলেও কংগ্রেসের হেভিওয়েট নেতাদের এতদিন দেখা যায়নি। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দাজার বলছে, এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়।

তবে ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোটের আগে রাজ্যে সংযুক্ত মোর্চার সমর্থনে জোড়া জনসভা করছেন রাহুল গান্ধী। গোয়ালপোখরে তিনি বলেন, বিজেপি পশ্চিমবঙ্গ ভাগ করার চেষ্টা করছে। বাংলাকে বাঁচাতেই এসেছি। যে ভাবনা বিজেপি বাংলায় ছড়ানোর চেষ্টা করছে, তাই আসাম, তামিলনাড়ুতে করছে বিজেপি।

‌‌‘এটা রাজনৈতিক লড়াই। মতাদর্শের লড়াই। কংগ্রেসের লড়াই, ভাবাদর্শের লড়াই। নরেন্দ্র মোদি কংগ্রেস-মুক্ত ভারতের কথা বলেছেন। তৃণমূল-মুক্ত ভারতের কথা বলেননি। মোদি জানেন, রাহুল গান্ধী তাকে ভয় পান না। উল্টো রাহুল গান্ধীকে ভয় পান মোদি।’

কংগ্রেসের এই নেতা বলেছেন, ‘বাংলার জন্য কী করেছেন মোদি? কী করেছেন মমতার সরকার? নরেন্দ্র মোদির লক্ষ্য একটাই। নিজেদের মধ্যে সকলকে লড়াই করিয়ে দেওয়া। যাতে তারা প্রশ্ন করতে না পারেন। কত লোককে চাকরি দিয়েছেন মোদি? ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন।’

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, ‘মমতাজি বলেন, ভোটের সময় খেলা হবে। খেলা খেলতে গেলে তো রাস্তায় হবে। এখানে কলেজে-বিশ্ববিদ্যালয়ের ময়দানে খেলা হবে। সেটা তো আপনি দেবেন না।’

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ