করোনা সংক্রমণ ঠেকাতে ভোর থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। এর আগের রাতেও ঢাকা ছেড়েছেন বহু মানুষ।
নিম্ন আয়ের মানুষই ঢাকা ছেড়েছেন বেশি। রাতে টার্মিনালগুলোতে ছিলো উপচে পড়া ভিড়। ছিলো না স্বাস্থ্যবিধির বালাই। সরকারের দেয়া নির্দেশনা উপেক্ষা করে দূরপাল্লার বাসও চলাচল করে।
ঢাকা থেকে কুমিল্লা, সিলেট, ভৈরবগামী বাস চলাচল করতে দেখা গেছে। এসব বাসে প্রতি সিটেই যাত্রী নেয়া হয়। দুই সিটে যাত্রী নেয়ার পরও বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা।