ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে দখলদার ইসরাইলের মতো উত্তেজনা সৃষ্টিকারীকে উপস্থিতির সুযোগ করে দেওয়া একটি ভয়াবহ পদক্ষেপ।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে তিনি এ কথা বলেন।
রুহানি আরও বলেন, আমেরিকার একপেশে নীতি ও হস্তক্ষেপমূলক তৎপরতা রুখতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য তেহরান ও মস্কোর মধ্যে সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা রয়েছে।
এ সময় তিনি পরমাণু আলোচনায় রাশিয়ার অবস্থানের প্রশংসা করে বলেন, পরমাণু সমঝোতা হচ্ছে বহুপক্ষীয় আন্তর্জাতিক সমঝোতা। কূটনৈতিক পন্থা ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ক্ষেত্রে এই সমঝোতা হচ্ছে একটি আদর্শ।
ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে আমেরিকাসহ গোটা বিশ্ব স্বীকার করছে যে, ইরানবিরোধী মার্কিন সর্বোচ্চ চাপ ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, পরমাণু সমঝোতায় আমেরিকা আবারও ফিরতে পারবে কেবল তখনি যখন তারা ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ ইরান সফরে এসেছেন।