ইউক্রেন সরকার ‘অনন্তকাল ধরে’ যুদ্ধ চালানোর যে মানসিকতা পোষণ করছে তার প্রতি সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয়ার বিরুদ্ধে তুরস্ক সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। রুশভাষী দনবাস এলাকায় ইউক্রেন সরকার নতুন করে সামরিক অভিযান চালাতে পারে বলে জোরালো জল্পনা ছড়িয়ে পড়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্ককে এবং ইউক্রেন ইস্যুতে জড়িত গেরিলা-বিরোধী সমস্ত দেশকে সতর্ক করেন। তিনি বলেন, ইউক্রেন তার নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে।
মিশরের রাজধানী কায়রো সফরের সময় ল্যাভরভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর দু দিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইস্তাম্বুলে স্বাগত জানান এবং গেরিলা-বিরোধী লড়াইয়ে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় রুশপন্থি গেরিলাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের সম্প্রতি সংঘাত বেড়েছে। ২০১৯ সালে তুর্কি সরকার ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছিল।