spot_img

জরিমানা আরোপের পর দুই দিন হলো, সম্পদ বাড়লো জ্যাক মার

অবশ্যই পরুন

গত শনিবার বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি করার অভিযোগে জ্যাক মার আলিবাবা গ্রুপকে ২৭৫ কোটি ডলার জরিমানা করেছিল চীনের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ। এটি এ ধরনের জরিমানার ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড। এর দুই দিন পর সোমবার নিউইয়র্ক পুঁজিবাজারে আলিবাবার আমেরিকান ডেপোজিটরি রিসিপ্ট (ডিআর) ৯ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। -ব্লুমবার্গ

এর মধ্য দিয়ে প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান দেখায় আলিবাবা। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, জ্যাক মার অর্থের পরিমাণ ২.৩ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ৫২.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আর মঙ্গলবার হংকং শেয়ার বাজারে ৩ দশমিক ৪ শতাংশ পর্যন্ত দরবৃদ্ধির মধ্য দিয়ে আলিবাবার লেনদেন শুরু হয়। গত বছর পর্যন্ত চীনের শীর্ষ ধনী ছিলেন জ্যাক মা। তবে, দেশটির সরকারি নিয়ন্ত্রণ সংস্থা একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে সরব হলে শত কোটি টাকা হারান তিনি।

জ্যাকমার অ্যান্ট গ্রুপ করপোরেশন পুঁজিবাজারে নামার মাত্র দুইদিন আগে এই কর্মসূচি প্রতিষ্ঠানটির আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। পানির বোতল উৎপাদনকারী প্রতিষ্ঠান নংফু স্প্রিং করপোরেশনের প্রতিষ্ঠাতা জং শানশান এবং টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের প্রতিষ্ঠাতা পনি মার পর জ্যাক মা এখন চীনের শীর্ষ তৃতীয় ধনী।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ