spot_img

‘মুভমেন্ট পাস’ নিবন্ধন করবেন যেভাবে

অবশ্যই পরুন

আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’ চলাকালে অতি জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হবেন যারা, তাদের জন্য ‘মুভমেন্ট পাস’ ইস্যু করছে পুলিশ।

‘movementpass.police.gov.bd.’-এই ঠিকানায় ভিজিট করে অ্যাপের মাধ্যমে পাস পাওয়া যাবে।

কঠোর লকডাউন শুরুর একদিন আগে, আজ (মঙ্গলবার) দুপুরে  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এই অ্যাপ উদ্বোধন করেন।

উদ্বোধনের প্রথম ঘণ্টাতেই প্রায় ১ লাখ ২৫ হাজার আবেদন জমা পড়েছে। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মিনিটে কমপক্ষে ১৫,০০০ আবেদন জমা দেওয়া যাবে।

গত বছর লকডাউনের সময় পুলিশ এই উদ্যোগ নিলেও সেবার তা চালু করতে সক্ষম হয়নি।

আসন্ন লকডাউনে ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাসা থেকে বের হতে দেওয়া হবে না। অবশ্য সাংবাদিকদের এই পাসের প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন আইজিপি।

করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ রোধে সরকার দেশব্যাপী এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপের সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে সেটি শুরু হবে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ