spot_img

লকডাউনে ব্যাংকিং সেবায় মন্ত্রিপরিষদের নতুন নির্দেশনা

অবশ্যই পরুন

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারের ঘোষিত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের লকডাউনে দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নির্দেশের একদিন পর ব্যাংক খোলা রাখতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

ওই নির্দেশনায় বলা হয়, “১৪ এপ্রিল ২১ হতে ২১ এপ্রিল ২০২১ পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ জানানো হল।”

এর আগে সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালীন সময়ে সাধারণভাবে সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এসময় ব্যাংকের সকল কর্মকর্তা/কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

এর একদিন পরই ব্যাংকিং খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে বদল আনতে এ নির্দেশ জারি করলো মন্ত্রিপরিষদ বিভাগ।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ