বিশ্বের বিভিন্ন দেশেই মঙ্গলবার থেকে শুরু হয়েছে মুসলমানদের সংযম অনুশীলনের পবিত্র মাস রমজান। অন্যদিকে বাংলাদেশসহ অন্য কিছু দেশে রমজানের রোজা শুরু হচ্ছে বুধবার।
দীর্ঘ এক মাস সারাবিশ্বের মুসলমান ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার ছেড়ে নিজেদের মধ্যে তাকওয়া ও সংযমের অনুশীলন করবেন।
চাঁদের হিসাবভিত্তিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান পালন করায় প্রতিবছর আগের বছরের তুলনায় ১০-১২ দিন আগে রমজান শুরু হয়। এভাবে ৩৩ বছরের চক্র ঘুরে এসে আবার একই দিনে রমজান শুরু হয়। এই হিসাব অনুযায়ী পরবর্তীতে ১৩-১৪ এপ্রিলে রমজান শুরুর জন্য আমাদের ২০৫৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
স্থানভেদে এই বছর রমজানে ২১ ঘণ্টা থেকে ১০ ঘণ্টা পর্যন্ত রোজাদাররা রোজা রাখবেন।
সর্ব উত্তরে নরওয়ের লনজিরবিওন শহরে আগামী ২০ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত সূর্যাস্ত হবে না। এই ক্ষেত্রে ওই শহরের বাসিন্দাদের মক্কার সময় বা কাছাকাছি মুসলিম দেশের সময়ের সাথে মিল রেখে রোজা পালনের পরামর্শ দিয়েছেন আলেমরা।
এদিকে আগামী ১২ মে উত্তর গোলার্ধে দীর্ঘতম ও দক্ষিণ গোলার্ধে সংক্ষিপ্ততম রোজা পালন করা হবে। উত্তর গোলার্ধে গ্রিনল্যান্ডের নুক শহরে এই দিন রোজাদাররা ১৯ ঘণ্টা ৫৭ মিনিট ও দক্ষিণ গোলার্ধে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১১ ঘণ্টা ২০ মিনিট রোজা পালন করবেন।
এখানে সবচেয়ে দীর্ঘ সময় থেকে শুরু করে সর্বনিম্ন সময় পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের রোজার সময়সীমা উল্লেখ করা হলো,
– নুক, গ্রিনল্যান্ড : ১৯-২০ ঘণ্টা
– রিকজাভিক, আইসল্যান্ড : ১৯-২০ ঘণ্টা
– হেলসিনস্কি, ফিনল্যান্ড : ১৮-১৯ ঘণ্টা
– স্টকহোম, সুইডেন : ১৭-১৮ ঘণ্টা
– গ্লাসগো, স্কটল্যান্ড : ১৭-১৮ ঘণ্টা
– অসলো, নরওয়ে : ১৭-১৮ ঘণ্টা
– কোপেনহেগেন, ডেনমার্ক : ১৭-১৮ ঘণ্টা
– মস্কো, রাশিয়া : ১৭-১৮ ঘণ্টা
– বার্লিন, জার্মানি : ১৬-১৭ ঘণ্টা
– অ্যামাস্টারডাম, নেদারল্যান্ড : ১৬-১৭ ঘণ্টা
– ওয়ারশ, পোল্যান্ড : ১৬-১৭ ঘণ্টা
– লন্ডন, ব্রিটেন : ১৬-১৭ ঘণ্টা
– প্যারিস, ফ্রান্স : ১৬-১৭ ঘণ্টা
– নুর সুলতান, কাজাখস্তান : ১৬-১৭ ঘণ্টা
– ব্রাসেলস, বেলজিয়াম : ১৬-১৭ ঘণ্টা
– জুরিখ, সুইজারল্যান্ড : ১৬-১৭ ঘণ্টা
– বুখারেস্ট, রোমানিয়া : ১৫-১৬ ঘণ্টা
– অটোয়া, কানাডা : ১৫-১৬ ঘণ্টা
– সোফিয়া, বুলগেরিয়া : ১৫-১৬ ঘণ্টা
– রোম, ইতালি : ১৫-১৬ ঘণ্টা
– মাদ্রিদ, স্পেন : ১৫-১৬ ঘণ্টা
– লিসবন, পর্তুগাল : ১৫-১৬ ঘণ্টা
– এথেন্স, গ্রিস : ১৫-১৬ ঘণ্টা
– বেইজিং, চীন : ১৫-১৬ ঘণ্টা
– ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র : ১৫-১৬ ঘণ্টা
– পিয়ংইয়ং, উত্তর কোরিয়া : ১৫-১৬ ঘণ্টা
– তাসখন্দ, উজবেকিস্তান : ১৫-১৬ ঘণ্টা
– আঙ্কারা, তুরস্ক : ১৫-১৬ ঘণ্টা
– বাকু, আজারবাইজান : ১৫-১৬ ঘণ্টা
– রাবাত, মরক্কো : ১৪-১৫ ঘণ্টা
– তিউনিস, তিউনিসিয়া : ১৪-১৫ ঘণ্টা
– ত্রিপলি, লিবিয়া : ১৪-১৫ ঘণ্টা
– টোকিও, জাপান : ১৪-১৫ ঘণ্টা
– সিউল, দক্ষিণ কোরিয়া : ১৪-১৫ ঘণ্টা
– ইসলামাবাদ, পাকিস্তান : ১৪-১৫ ঘণ্টা
– তেহরান, ইরান : ১৪-১৫ ঘণ্টা
– বাগদাদ, ইরাক : ১৪-১৫ ঘণ্টা
– বৈরুত, লেবানন : ১৪-১৫ ঘণ্টা
– দামিশক, সিরিয়া : ১৪-১৫ ঘণ্টা
– কায়রো, মিসর : ১৪-১৫ ঘণ্টা
– জেরুসালেম, ফিলিস্তিন : ১৪-১৫ ঘণ্টা
– কুয়েত সিটি, কুয়েত : ১৪-১৫ ঘণ্টা
– গাজা, ফিলিস্তিন : ১৪-১৫ ঘণ্টা
– আম্মান, জর্দান : ১৪-১৫ ঘণ্টা
– নয়াদিল্লি, ভারত : ১৪-১৫ ঘণ্টা
– হংকং : ১৪-১৫ ঘণ্টা
– ঢাকা, বাংলাদেশ : ১৪-১৫ ঘণ্টা
– মাসকাত, ওমান : ১৪-১৫ ঘণ্টা
– কাবুল, আফগানিস্তান : ১৪-১৫ ঘণ্টা
– রিয়াদ, সৌদি আরব : ১৪-১৫ ঘণ্টা
– মক্কা, সৌদি আরব : ১৪-১৫ ঘণ্টা
– মদীনা, সৌদি আরব : ১৪-১৫ ঘণ্টা
– দোহা, কাতার : ১৪-১৫ ঘণ্টা
– আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত : ১৪-১৫ ঘণ্টা
– সানা, ইয়েমেন : ১৩-১৪ ঘণ্টা
– আদ্দিস আবাবা, ইথিওপিয়া : ১৩-১৪ ঘণ্টা
– ডাকার, সেনেগাল : ১৩-১৪ ঘণ্টা
– আবুজা, নাইজেরিয়া : ১৩-১৪ ঘণ্টা
– কলম্বো, শ্রীলঙ্কা : ১৩-১৪ ঘণ্টা
– ব্যাংকক, থাইল্যান্ড : ১৩-১৪ ঘণ্টা
– খার্তুম, সুদান : ১৩-১৪ ঘণ্টা
– কুয়ালালামপুর, মালয়েশিয়া : ১৩-১৪ ঘণ্টা
– সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর : ১৩-১৪ ঘণ্টা
– নাইরোবি, কেনিয়া : ১৩-১৪ ঘণ্টা
– জাকার্তা, ইন্দোনেশিয়া : ১২-১৩ ঘণ্টা
– ব্রাসিলিয়া, ব্রাজিল : ১২-১৩ ঘণ্টা
– হারারে, জিম্বাবুয়ে : ১২-১৩ ঘণ্টা
– জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা : ১১-১২ ঘণ্টা
– বুয়েন্স আয়ার্স, আর্জেনটিনা : ১১-১২ ঘণ্টা
– মন্টেভিডেও, উরুগুয়ে : ১১-১২ ঘণ্টা
– ক্যানবেরা, অস্ট্রেলিয়া : ১১-১২ ঘণ্টা
– পুয়ের্টো মন্ট, চিলি : ১১-১২ ঘণ্টা
– ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড : ১১-১২ ঘণ্টা
সূত্র : আলজাজিরা